কিভাবে বুঝবেন আপনার হার্ট ব্লক বা হার্ট এ্যাটাকের ঝুঁকি আছে কি না?
- হাঁটার সময় বা সিঁড়ি দিয়ে ওঠার সময় বুকের মাঝে চাপচাপ বা ব্যথার অনুভূতি, একটু দাঁড়িয়ে পরলেই বুকের চাপ ও ব্যথা কমে যাওয়া
- কিছুটা হাঁটলেই অস্বাভাবিক রকম হাঁপিয়ে যাচ্ছেন। একটু বসে বা দাঁড়ালে স্বস্তি মিলছে
- হাঁটার সময় চোয়ালে ব্যথা হচ্ছে।
- হাঁটতে গিয়ে ব্যথা বাম কাধ থেকে বাঁ হাতের কনিষ্ঠা পর্যন্ত নেমে আসছে
- পরিশ্রম করলেই পিঠের মাঝে ব্যথা হচ্ছে
- কারণ ছাড়াই অত্যাধিক দুর্বলতা, অবসন্নতা গ্রাস করেছে।
- বুকে জ্বালাপোড়া ও ধড়ফড় করে
- গলা, কপাল ও মাথা ঘাম হওয়া।
- নিচের দিকে হেলে কিছু করার ও একটু ভারী কিছু বহনের সময় কষ্ট হয়।
- খাবার হজম না হওয়ার মতো অস্বস্তি লাগে।